মঙ্গলবার, ২৫ মার্চ, ১৯৯৭

বিস্মৃত স্বাধীনতা

জীর্ণ কবরটার পাশে মাথা নুয়ে
কোন এক অদৃশ্য শক্তির বন্ধনে;
আমি হয়েছিলাম ক্ষতবিক্ষত।
কোন এক শহীদের আত্মতৃপ্তির কাছে
পরাজিত আমাদের তথাকথিত সভ্যতা।।
যদি এই ছিল আদৃষ্টের লিখন
তবে কেন এই মরীচিকার পেছনে ছুটে চলা?

রক্তক্ষরণএ প্লাবিত, অশ্রুক্ষরণে স্নাত
সেই রিক্ত স্বাধীনতা!
এই মিথ্যা আত্মত্যাগ, এই মিথ্যা স্বত্বত্যাগ
কোন উপকারে কি এসেছে?
যদি কোন অজ্ঞাত কোণে,
জেগে ওঠে সেই শহীদের স্মৃতি,
কোন সুপ্ত দ্বিপ্রহরে, যদি এসে শুধায়
কী হবে তার উত্তর?