শনিবার, ২৬ জানুয়ারী, ২০০৮

দুঃসাহস

খালি পায়ে হেঁটেছ কখনো ঝিনুক-গুঁড়ো পথে ?
নরম পায়ের পাতা ফেলে কুচোঁ কুচোঁ সাদা বালুতে
চুলে মেখে নোনা বাতাস ? হু হু বাতাস !
চোখ বেঁধে দিয়েছ কি ঝাঁপ অতলজলে
ডুবে যাবার আগে নিয়েছ তো শ্বাস বুক ভরে ?
তোমার তো ফুলকো নেই, রূপালি ফর্সা মাছের মতো
পানির মাঝে তোমার জন্য নেই বাতাসের গুপ্তকুঠুরি।


বোকা মানুষ ! তোমার ফুসফুসে কত জোর ? নীল জলের
ছুরির মতো ধারে কেটে যাবে ওটার সাদা দেয়াল ।
লাল রক্তে ঢুকে যাবে নীল নোনতা বুদবুদ
পানিতে দিয়েছ ঝাঁপ চোখ বেধেঁ, বোকা মানুষ !

মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০০৮

শীত


(জীবনানন্দ দাশ স্মরণে)
বিম্বিসার নগরে উঠেছে ঘোলাটে ময়লা চাঁদ
অরূপাক্ষ নদীতে পড়ে বালুচর। প্রিয়তমার মিথ্যা শরীরে
ডোবে কুহক-পুরুষ, প্রেমিক হতে পারে সে যদিও,
চুপ!- দেখো কুৎসিত কালো জলে ভাসে প্রণয়ের লাশ।


যাবতীয় ব্যর্থতাবাদী-বিধাতা-পূজারী সকল
ঘেটেঘেটে কাদাপাঁক রণে ভঙ্গ দেয় সেই রাতে
বিক্ষোভ মিছিল চলে অবিরাম গতিতে
দেবতাবিহীন রাজার স্বৈরাচারী সাম্রাজ্যে।