রবিবার, ৫ অক্টোবর, ২০১৪

গল্প আর আমি

আমার বুকপকেটে একটা গল্প আছে। আমি বাইরে যাই, ভেতরে আসি, ঘুমিয়ে পড়ি, জেগে উঠি। দিন নেই রাত নেই, গল্পটা সারাক্ষণ আমার শরীর আঁকড়ে থাকে। বুকের ধুকপুকানির সাথে গল্পের বাক্যগুলো মিশে মিশে থাকে। এ গল্পের কথা আমি কাউকে বলি না। গল্পটা কাউকে শোনাই না। আমি ভেবে নিয়েছি যে এই গল্প নিতান্তই বেরসিক, অন্য কেউ শান্ত হয়ে শুনতেও চাইবে না। হয়তো গল্পের অর্ধেক শুনে উঠে চলে যাবে। আধখানা গল্পের শরীর বিচ্ছিন্ন পড়ে থাকবে। আবার ভেবেছি গল্পটা বলে ফেললে তো আর আমার থাকবে না। একান্ত আপন গল্পটা বারোয়ারি সম্পত্তি হয়ে যাবে।
কয়েক যুগ ধরে গল্পটা বুনোটে বেঁধেছে আমায়। আমার দুঃখ, একদিন এই গল্পটাকে বুকে নিয়েই আমি চলে যাব।