সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫

অভিমান

যে পথে হেঁটে এসেছি এতদূর, কত দূর পায়ে পায়ে এসে দেখি ভিন্‌ দেশ, অচেনা নগর টেনেছে কাছে বিমোহিত আলাপে কেটেছে প্রহর, হঠাৎ পড়েছে মনে ফেরার বেলা হলো, হঠাৎ পড়েছে মনে পেছনে ফেলে আসা জীবনের গান, হেঁটে আসতে আসতে কেউ পিছুটানে ডাকে নি ভেবে বাষ্পাকুল হলো দু'চোখ, হয়তো তাই ফিরে তাকালে দেখি পেছনে পথ ক্রমেই অপসৃয়মান...

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫

আমাদের কথা

তোমার সাথে মিশে যাওয়ার প্রতিটি মুহূর্ত
অঝোর বৃষ্টির মাঝে অলৌকিক বাসের প্রতীক্ষা
বাস এলে উঠে পড়া যায়, দরজা খুলে গেছে
কিংবা তোমার জন্য আরেকটু দাঁড়াতেও পারি