খালি পায়ে হেঁটেছ কখনো ঝিনুক-গুঁড়ো পথে ?
নরম পায়ের পাতা ফেলে কুচোঁ কুচোঁ সাদা বালুতে
চুলে মেখে নোনা বাতাস ? হু হু বাতাস !
চোখ বেঁধে দিয়েছ কি ঝাঁপ অতলজলে
ডুবে যাবার আগে নিয়েছ তো শ্বাস বুক ভরে ?
তোমার তো ফুলকো নেই, রূপালি ফর্সা মাছের মতো
পানির মাঝে তোমার জন্য নেই বাতাসের গুপ্তকুঠুরি।
বোকা মানুষ ! তোমার ফুসফুসে কত জোর ? নীল জলের
ছুরির মতো ধারে কেটে যাবে ওটার সাদা দেয়াল ।
লাল রক্তে ঢুকে যাবে নীল নোনতা বুদবুদ
পানিতে দিয়েছ ঝাঁপ চোখ বেধেঁ, বোকা মানুষ !
নরম পায়ের পাতা ফেলে কুচোঁ কুচোঁ সাদা বালুতে
চুলে মেখে নোনা বাতাস ? হু হু বাতাস !
চোখ বেঁধে দিয়েছ কি ঝাঁপ অতলজলে
ডুবে যাবার আগে নিয়েছ তো শ্বাস বুক ভরে ?
তোমার তো ফুলকো নেই, রূপালি ফর্সা মাছের মতো
পানির মাঝে তোমার জন্য নেই বাতাসের গুপ্তকুঠুরি।
বোকা মানুষ ! তোমার ফুসফুসে কত জোর ? নীল জলের
ছুরির মতো ধারে কেটে যাবে ওটার সাদা দেয়াল ।
লাল রক্তে ঢুকে যাবে নীল নোনতা বুদবুদ
পানিতে দিয়েছ ঝাঁপ চোখ বেধেঁ, বোকা মানুষ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন