আজ সকালে একটা মানুষ দেখেছি..............
না, না; রোজ রোজ কত কত হাজার অযুত
সাদা কালো ময়লা নোংরা মানুষ নয়!
শাহবাগের মোড়ে পৌঁছানোর আগেই
দেখি রাস্তার পাশে রাবিশ আর
ভাঙ্গা পলেস্তারা স্তূপ স্তূপ হয়ে আছে,
মনে হলো শক্তি কমিশন আর সম্প্রচার কেন্দ্র
ভেঙ্গে ভেঙ্গে ভেঙ্গে পড়ছে।
.......কবিতাটা কি খুব বেশি সুররিয়েলিস্টিক হচ্ছে?
নাকি বোঝার অবোধ্য কোন অনন্ত বোধ
আক্রান্ত করেছে আমায়?
কিন্তু মানুষ একটা আজ আমি দেখেছি
পায়ে শিকল বাধাঁ--দুমড়ে মুচড়ে ঘুমাচ্ছে
তার সেই ঘুম আর ঘুম দেখে মনে হলো
কত-কত-কত বছর ঘুমাই না আমি!
না, না; রোজ রোজ কত কত হাজার অযুত
সাদা কালো ময়লা নোংরা মানুষ নয়!
শাহবাগের মোড়ে পৌঁছানোর আগেই
দেখি রাস্তার পাশে রাবিশ আর
ভাঙ্গা পলেস্তারা স্তূপ স্তূপ হয়ে আছে,
মনে হলো শক্তি কমিশন আর সম্প্রচার কেন্দ্র
ভেঙ্গে ভেঙ্গে ভেঙ্গে পড়ছে।
.......কবিতাটা কি খুব বেশি সুররিয়েলিস্টিক হচ্ছে?
নাকি বোঝার অবোধ্য কোন অনন্ত বোধ
আক্রান্ত করেছে আমায়?
কিন্তু মানুষ একটা আজ আমি দেখেছি
পায়ে শিকল বাধাঁ--দুমড়ে মুচড়ে ঘুমাচ্ছে
তার সেই ঘুম আর ঘুম দেখে মনে হলো
কত-কত-কত বছর ঘুমাই না আমি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন