গুলশান
দুপুরে গুলশান গনগনে খুব
সাদা-কালো-শ্যামলা কোমল আগুন
চলাচল করে আইল্যান্ড আর ফুটপাতে।
বৃন্ত ছেড়ে পরিধিজুড়ে
ঘনোঘাম কণা জমে, সারি সারি রাশি
তারপরে তারা খুব চুপচাপ চেয়ে থাকে।
শীতাতপ-কাঁথা গায়ে কাচের ওপাশে আমি
রোদফাটা গুলশান দেখি।
---
অনুসন্ধান
আয়নাগলনের সাথে স্ফটিকের সম্পর্ক নেই,
যেভাবে শুদ্ধতম শ্লোকের সাথে মেলে না কামার্ঘ্য মেশানো শীৎকার;
সেখানে মেঝে ফুঁড়ে প্রকাণ্ড ফলা ঢুকে গেলে
তার মাথার খাঁজে আমি গোলাপখণ্ড খুঁজি।
বীতরাগ মানেই তো নিবিড় হওয়া নয়?
খুলে রাখা ঘুঙুর দেখে,
আরব্য-রজনী-শেষের কিছু ক্লান্তি পাই।
ত্বকাত্বক সীমানাতে জমে থাকা ঘামকণা
একটু একটু শীতল হয়ে যায়।
সেখানে বেহুলা কিংবা শাহারজাদী কেউ উপস্থিত ছিলো না।
দুপুরে গুলশান গনগনে খুব
সাদা-কালো-শ্যামলা কোমল আগুন
চলাচল করে আইল্যান্ড আর ফুটপাতে।
বৃন্ত ছেড়ে পরিধিজুড়ে
ঘনোঘাম কণা জমে, সারি সারি রাশি
তারপরে তারা খুব চুপচাপ চেয়ে থাকে।
শীতাতপ-কাঁথা গায়ে কাচের ওপাশে আমি
রোদফাটা গুলশান দেখি।
---
অনুসন্ধান
আয়নাগলনের সাথে স্ফটিকের সম্পর্ক নেই,
যেভাবে শুদ্ধতম শ্লোকের সাথে মেলে না কামার্ঘ্য মেশানো শীৎকার;
সেখানে মেঝে ফুঁড়ে প্রকাণ্ড ফলা ঢুকে গেলে
তার মাথার খাঁজে আমি গোলাপখণ্ড খুঁজি।
বীতরাগ মানেই তো নিবিড় হওয়া নয়?
খুলে রাখা ঘুঙুর দেখে,
আরব্য-রজনী-শেষের কিছু ক্লান্তি পাই।
ত্বকাত্বক সীমানাতে জমে থাকা ঘামকণা
একটু একটু শীতল হয়ে যায়।
সেখানে বেহুলা কিংবা শাহারজাদী কেউ উপস্থিত ছিলো না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন