===================================
শোরগোলের বিকেলে
শোরগোলের বিকেলে
মন্থরার গলা শুনি কালো রাস্তায়
বাছাইকৃত সুতীক্ষ্ণ হর্ন
বেজে গেল সস্তায়,
দুমড়ে গেল মূক পাখির ডানা
দ্রুত-ছোটা দৃশ্যের
দ্রুত-ছোটা দৃশ্যের
শকট থামিয়ে
পাখিটাকে তুলে নেই
তখনও তার স্পন্দন
টের পাই হাতের তালুতে
বিকেলের রোদ থেকে
বিকেলের রোদ থেকে
দু'ফোঁটা জীবন,
আমি তাকে দেবো ভেবে
দৃশ্যের পর দৃশ্য
অবলীলায় চুরি করি
দৃশ্যের ভেতর বিকেল বিকেলের ভেতর ঘোলা সূর্য ঘুমিয়ে...
দৃশ্যের ভেতর বিকেল বিকেলের ভেতর ঘোলা সূর্য ঘুমিয়ে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন