বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২

অবিশ্বাস্য

দেখি বিস্তীর্ণ রোদ। সামনেই ঢেউ খেলিয়ে ছলনার ঢঙে চলে গেল,
তাই রোদের দিকে তাকিয়ে অকারণ কারণে দীর্ঘশ্বাস ফেলা হলো না
দীর্ঘশ্বাসের দীর্ঘ মুহূর্তের জন্য আরো ধীরবহ রৌদ্র-নদ প্রয়োজন
ওকে বুকে নিয়ে রোদের অপেক্ষা করছি,
শুনলাম অনেকটা গুজবের মত অবিশ্বাস্য চড়ুইয়ের ডাক!
এই ভূঁইফোঁড় দেশে চড়ুই
কোত্থেকে এলো! পথ ভুলে আমার মতই, হয়তো;
নিজেকে অমন প্রবোধ দিই। কিন্তু মনে মনে
ঠিক জানি, এই চড়ুই আমার মত নয়,
আমার আগমন পথ-বিভ্রান্ত নয়
ক্রমশ ছলনা খেলি নিজের সাথেই
ওই দ্রুতগামী অস্থির রোদটুকুর মত
হয়তো আমাকেও শুনছে কেউ -
আমি যেমন এইমাত্র শুনছিলাম চড়ুইয়ের স্বর,
তেমনি আমাকেও শুনতে পেয়ে অবিশ্বাস্য ভেবে
অবাক হচ্ছে কেউ, বিস্ময়ে নিজেকে ভাবছে
এসব তুচ্ছ ঘটনা - তুচ্ছ রটনা - অস্থিরতার দিনলিপির পাতায় কালো কালো অক্ষর হচ্ছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন