আমি কিছুটা
বৃক্ষের মতই যাপন করি
দিন-রাত-অহ্ন-সমূহ,
বোধির শুরু থেকেই
মনে হয়েছে দুটি সবুজে পাতা
শিরে নিয়ে,
হালকা তরুণ শরীরে
যেন চারাগাছ হয়ে আছি।
একদিন আলোড়নে ভুলে গেছি
সেইটুকু, অযথাই
তারপর যোগালেরা এসে লম্বা করাতে
কেটে নিয়ে গেলে
ডাল পালা হাত পা, তাকিয়ে
দেখি- পড়ে থাকা শিকড়,
কাণ্ডমূল, মূলস্ত্রাণ জুড়ে
কালো কাঠকয়লার ভস্ম যাবতীয়।
পড়ে পড়ে চাপে আঘাতে
কবেই বদলে গেছি,
বৃক্ষের মতই।
বৃক্ষের মতই যাপন করি
দিন-রাত-অহ্ন-সমূহ,
বোধির শুরু থেকেই
মনে হয়েছে দুটি সবুজে পাতা
শিরে নিয়ে,
হালকা তরুণ শরীরে
যেন চারাগাছ হয়ে আছি।
একদিন আলোড়নে ভুলে গেছি
সেইটুকু, অযথাই
তারপর যোগালেরা এসে লম্বা করাতে
কেটে নিয়ে গেলে
ডাল পালা হাত পা, তাকিয়ে
দেখি- পড়ে থাকা শিকড়,
কাণ্ডমূল, মূলস্ত্রাণ জুড়ে
কালো কাঠকয়লার ভস্ম যাবতীয়।
পড়ে পড়ে চাপে আঘাতে
কবেই বদলে গেছি,
বৃক্ষের মতই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন