শনিবার, ২৮ জুন, ২০০৮

বর্তমান

ঘুম
শরীর জুড়ে
কোষে কোষে;


ঘুন
মগজ জুড়ে
ক্ষয়ে ক্ষয়ে;


দিন
জ্বলজ্বলে
স্যাঁতস্যাঁতে;


কাক
কলরব
ডালে ডালে;


চোখ
জড়িয়ে পড়ে
পাতাদুটো নিনির্মিষ;


ধুপ্‌-ঢং-সর্‌সর্‌।






------
*লেখাটা লিখেছিলাম কক্সবাজারে একটা ঝটিকা সফরশেষে ফিরে দারুন ক্লান্তিমাখা এক ভোরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন