শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০০৮

চতুর্পদী

.
.
.
.
.
.
শুরু.
কাচের ওপাশে দাঁড়ালেই ডাকে রূপসী সাপ
চেরা জিহ্বা টেনে সম্মোহন!
তরল বিষ কাচে বাধা পাবে জেনেও
বিলোপের শঙ্কা জাগছে মনে।
.
.
.
.
.
.
.
বিস্তার.
বিরহ ক্রমশই সুখের বা আত্মতৃপ্তির কুহক জাগায়।
ছলনায় বিশ্বাস নেই তবুও, চাঁদের মতই
অপরপৃষ্ঠে ধরে বিপুল আঁধার, আলোকিত থাকি।
তোমার সাথে কথা বলি না কতদিন, স্বেচ্ছা-নির্বাসনে মর্ষকামী।
.
.
.
.
.
.
.
শেষ.
হৃদয়ের ডাক কীভাবে শুনবে কেউ?
আজ, কাল পেরুলে পরশু বুকে জমাবো পলি
নির্বাণ খুঁজে মরি, ভালোবাসার মাঝে খুঁজি সুর
মানুষ চলে গেলে স্বপ্নেরা যায় কতদূর?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন