করতল থেকে মুখ মুছে যায় রেখা মুছে যায়
জ্বলজ্বলে মার্বেল ভাস্কর্য হয়ে শরীর ছাপিয়ে উঁচুতে-
আরও উঁচুতে উঠে যায়, এহেন বিদারী-চিৎকার
আটশতেক বিল্ডিঙ ভেঙে ছড়িয়ে পড়ছে চারিদিক!
রঙহীন ক্যানভাস থেকে নেমে দুয়েকফোঁটা বিষাদ-
রিয়ার-ভিউ মিররে চল-ছবি হয়ে যায় ইচ্ছে অবাধ-
প্যালেটে চুপচাপ ঘুমিয়ে পড়া শীতঋতু জেগে
মালসায় মাখে ভাপ মাতামহীর বলিরেখা ছেড়ে
আছড়ে পড়া ঘাসজমিনে মেলে রাখা নিবিড় উৎসব
ঘূর্ণায়মান লাটিমে জড়ো হয় তুমুল বান্ধব!
এখানে জীবন মৃত্যু সকাল সন্ধ্যা নাই, নাই,
অবিচল নিশ্চুপ ছায়াহীন সময় স্থির
সূর্যনির্ভর সময় মাপতে আমার অনাগ্রহ যারপরনাই
এখানে ওখানে ছায়া সরে যায়; ধারণা পাই
সমান্তরালে বিশ্বে তখন সকলে করেছে ভীড়।
জ্বলজ্বলে মার্বেল ভাস্কর্য হয়ে শরীর ছাপিয়ে উঁচুতে-
আরও উঁচুতে উঠে যায়, এহেন বিদারী-চিৎকার
আটশতেক বিল্ডিঙ ভেঙে ছড়িয়ে পড়ছে চারিদিক!
রঙহীন ক্যানভাস থেকে নেমে দুয়েকফোঁটা বিষাদ-
রিয়ার-ভিউ মিররে চল-ছবি হয়ে যায় ইচ্ছে অবাধ-
প্যালেটে চুপচাপ ঘুমিয়ে পড়া শীতঋতু জেগে
মালসায় মাখে ভাপ মাতামহীর বলিরেখা ছেড়ে
আছড়ে পড়া ঘাসজমিনে মেলে রাখা নিবিড় উৎসব
ঘূর্ণায়মান লাটিমে জড়ো হয় তুমুল বান্ধব!
এখানে জীবন মৃত্যু সকাল সন্ধ্যা নাই, নাই,
অবিচল নিশ্চুপ ছায়াহীন সময় স্থির
সূর্যনির্ভর সময় মাপতে আমার অনাগ্রহ যারপরনাই
এখানে ওখানে ছায়া সরে যায়; ধারণা পাই
সমান্তরালে বিশ্বে তখন সকলে করেছে ভীড়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন