রাস্তারপাশে নীল নীল সাদা আলো কিছু কিছু
জ্বলে ছিল নিভে নিভে ছিল জ্বলে
পেরিয়ে গেলেই সাঁই সাঁই টানে
এদিক ওদিক দুলতে দুলতে
সামনে পড়লো হলুদ কমলা আলোর মিছিল
জোনাক পোকার চেয়েও শীতল অথবা
উষ্ণপ্রবাহ নিয়ে
আলোরা জ্বলছে
নিভছে জ্বলছে নিভছে ডুবছে ভাসছে হাসছে
আমি দেখে দেখে চোখের পলক ফেলতে পারি না
চেয়ে থাকি দূরে নজর কেড়েছে
তা'রা জেনে গেছে মুগ্ধ বালক জীবন ফে'লে
ছুটে আসবেই মোহের টানেতে কেটে কেটে পানি
কেটে যাবে দিন রাত নেমে যাবে ধু ধু মাঠব্যাপী
সেখানে শেফালি ঝরে ঝরে ঘাস সেজে নেবে রূপ
অপরূপ তার সেই ঘাসেদের পথ ধরে আলো চুপ!
আমি দেখে দেখে অবাক বিভুঁই
হঠাৎ বুঝেছি এ হলো শুধুই
ভ্রান্তি মায়ায় জড়ানো শৈত্য
বুক থেকে নেমে হৃদকণা ছেড়ে
আমার শরীরে শীতের নৃত্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন