অর্কেস্ট্রার মতো উন্মাতাল ভাঙন,
ত্রিধাপ্লাবন! জেগে ওঠে মৃতজড়কোষ
প্লাস্টিক-গলন-
সূত্রানুসারে ঘটছে ক্রমশ...
আমরা মানবিক-বৈজ্ঞানিক-বোধ
ঘনীভূত করি তাবৎ শঙ্কা কাটাতে
চিকন সাপ-
ভয়ঙ্কর নকশা কাটা খোলস
দেয়ালে চিত্রণ-কলা শিল্পরূপ!
বরফ-কামড়ে উন্মূলপ্রায়
কোমল বিশ্বাসসমূহ ছিঁড়ে ফেল্
শকুনচোখো-মানব
ব্রাভেদী জিভে মাখ্ নিরক্ত বিষাদ
করোটি-রেটিনা-মেডুলা জুড়ে দে।
***
ত্রিধাপ্লাবন! জেগে ওঠে মৃতজড়কোষ
প্লাস্টিক-গলন-
সূত্রানুসারে ঘটছে ক্রমশ...
আমরা মানবিক-বৈজ্ঞানিক-বোধ
ঘনীভূত করি তাবৎ শঙ্কা কাটাতে
চিকন সাপ-
ভয়ঙ্কর নকশা কাটা খোলস
দেয়ালে চিত্রণ-কলা শিল্পরূপ!
বরফ-কামড়ে উন্মূলপ্রায়
কোমল বিশ্বাসসমূহ ছিঁড়ে ফেল্
শকুনচোখো-মানব
ব্রাভেদী জিভে মাখ্ নিরক্ত বিষাদ
করোটি-রেটিনা-মেডুলা জুড়ে দে।
***
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন