ড্রয়ারে ঘুমিয়ে ছিল তামাটে নীলচে শার্ট, সিল্ক বুননে সুতোক্রমে রঙের ঢেউ মেলে।
"অনেকদিন পরা হয় না" ভেবে হাতে টেনে নিতেই ঝুরঝুরে স্মৃতিকণা অলস সকালে ঝরে গেল। হাতার কাছে কাগজ-গন্ধী ঘোলাটে রোদ স্মিত হাসি দিয়ে হাত নাড়ে, আর আমি বিনিময়ে বোকা বোকা হেসে দেই! অনেকদিন পরে এভাবেই চোখাচোখি ঘটে গেল চকিতেই। সকালেই ওম-কম্বলের সুখ ছেড়েছি, লঘুপায়ে সরে গেছে ক্লান্ত মাকড়শা কিংবা ক্ষয়া-রাত জাগা থাইকাঁচ। হলুদ কুয়াশাও আড়মোড়া ভাঙে, কারণ নিজস্ব অভিবাসন সেরেছে পৃথিবী অন্য কোথাও অনন্য রাতের শহরে।
"স্যাটারডে-২৪" গায়ে মেখে বসে থাকে রূপসী ক্যালেন্ডার।
"অনেকদিন পরা হয় না" ভেবে হাতে টেনে নিতেই ঝুরঝুরে স্মৃতিকণা অলস সকালে ঝরে গেল। হাতার কাছে কাগজ-গন্ধী ঘোলাটে রোদ স্মিত হাসি দিয়ে হাত নাড়ে, আর আমি বিনিময়ে বোকা বোকা হেসে দেই! অনেকদিন পরে এভাবেই চোখাচোখি ঘটে গেল চকিতেই। সকালেই ওম-কম্বলের সুখ ছেড়েছি, লঘুপায়ে সরে গেছে ক্লান্ত মাকড়শা কিংবা ক্ষয়া-রাত জাগা থাইকাঁচ। হলুদ কুয়াশাও আড়মোড়া ভাঙে, কারণ নিজস্ব অভিবাসন সেরেছে পৃথিবী অন্য কোথাও অনন্য রাতের শহরে।
"স্যাটারডে-২৪" গায়ে মেখে বসে থাকে রূপসী ক্যালেন্ডার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন