আপেক্ষিকতা ১
========
আমার ঘর হইতে দেখা যায়
তিনটা হাইরাইজ, সাদাটে হলুদ,
আর গুইনা গুইনা তেরোটা সবুজ গাছ।
সুবেশী খোঁপাওয়ালি, গাঢ়সুন্দর!
বাকিরা শীর্ণ, ধুলোবালিমাখা দিনমজুর।
চাইরটা থ্রি-ফেইজ ইলেকট্রিক পৌল
আড়াআড়ি চইলা গ্যাছে পাতার ভিতর দিয়া
দূর থেইকাই, মনে হয় মৃদু বাতাসে
পাতাদের দড়িলাফ, খিলখিলে রোদ্দুর।
ঝিকোনো বিকালে সেই খেলার পটভূমিতে
হাইরাইজত্রয়ের খোলামেলা চৌকো বারান্দায়
গৃহিনীসকলের হাসি ল্যাপ্টায় থাকে।
-----
আপেক্ষিকতা ২
========
মেয়েদের ইশকুল পেরোনোর সময়ে, রিকশাচালকের পরিবর্তন সাপেক্ষেও, প্রতিদিন শ্লথ হয়ে পড়ি।
চালকের ঘাড়ঘূর্ণনের সাথে আমি তাকাই না; কারণ শ্রেণিভেদের সংজ্ঞা আমার জানা
অহমে লাগে ঠুক ঠাকঃ "পিছন ফিরে সে দেখে ফেললে কী ভাববে"- সেটা ভাবি
তবে ভাবনা বদলের মতো, ইশকুলের পাশেই 'রূপায়ন বিল্ডার্স'-এর শো-রুম দেখে
প্রকৃতির রসিক-মনের পরিচয়ে আমি আচমকা হেসে ফেলি।
***
========
আমার ঘর হইতে দেখা যায়
তিনটা হাইরাইজ, সাদাটে হলুদ,
আর গুইনা গুইনা তেরোটা সবুজ গাছ।
সুবেশী খোঁপাওয়ালি, গাঢ়সুন্দর!
বাকিরা শীর্ণ, ধুলোবালিমাখা দিনমজুর।
চাইরটা থ্রি-ফেইজ ইলেকট্রিক পৌল
আড়াআড়ি চইলা গ্যাছে পাতার ভিতর দিয়া
দূর থেইকাই, মনে হয় মৃদু বাতাসে
পাতাদের দড়িলাফ, খিলখিলে রোদ্দুর।
ঝিকোনো বিকালে সেই খেলার পটভূমিতে
হাইরাইজত্রয়ের খোলামেলা চৌকো বারান্দায়
গৃহিনীসকলের হাসি ল্যাপ্টায় থাকে।
-----
আপেক্ষিকতা ২
========
মেয়েদের ইশকুল পেরোনোর সময়ে, রিকশাচালকের পরিবর্তন সাপেক্ষেও, প্রতিদিন শ্লথ হয়ে পড়ি।
চালকের ঘাড়ঘূর্ণনের সাথে আমি তাকাই না; কারণ শ্রেণিভেদের সংজ্ঞা আমার জানা
অহমে লাগে ঠুক ঠাকঃ "পিছন ফিরে সে দেখে ফেললে কী ভাববে"- সেটা ভাবি
তবে ভাবনা বদলের মতো, ইশকুলের পাশেই 'রূপায়ন বিল্ডার্স'-এর শো-রুম দেখে
প্রকৃতির রসিক-মনের পরিচয়ে আমি আচমকা হেসে ফেলি।
***
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন