এই বাতিঘর এই খেলা-প্রেম।
প্রস্তাবনা ছিল আমরা কখনও ভালোবাসবো না, আমাদের মাঝে কোন প্রেম ঘুমাবে না,
এবং অবশ্যই, কতিপয় নিয়ম। প্রথা। চালচলন। বিধীত আইনপাঠ।
সমুদ্রেই বসত করে বাতিঘরের আলো, এই বিশ্বাসে, ঘর বাঁধা বালুর গভীরে
এই মিথ্যা আমাদের অজানাও ছিল না।
সত্য বা মিথ্যা বুননের শিল্পে আমরা পারদর্শী বলে
নিজেদের সাথেই খেলা জমে ওঠে একাগ্র মগ্নতায়
সূত্র অথবা ছক কাটা খোপ নেই, রেফারিবিহীন হাফটাইম
আর ক্রসিঙয়ের হলুদ আলো কেবলই বালুতীর আঁকে। রাত নেমে
নেমে নেমে আসার সময়ে আমার পোস্টাপিসে কড়া নেড়ে বলে গেছে
চিঠির ভিতরে জমানো মুক্তো, প্রেম,ঘৃনা বা বৈরাগ্য।
প্রস্তাবনা ছিল আমরা কখনও ভালোবাসবো না, আমাদের মাঝে কোন প্রেম ঘুমাবে না,
এবং অবশ্যই, কতিপয় নিয়ম। প্রথা। চালচলন। বিধীত আইনপাঠ।
সমুদ্রেই বসত করে বাতিঘরের আলো, এই বিশ্বাসে, ঘর বাঁধা বালুর গভীরে
এই মিথ্যা আমাদের অজানাও ছিল না।
সত্য বা মিথ্যা বুননের শিল্পে আমরা পারদর্শী বলে
নিজেদের সাথেই খেলা জমে ওঠে একাগ্র মগ্নতায়
সূত্র অথবা ছক কাটা খোপ নেই, রেফারিবিহীন হাফটাইম
আর ক্রসিঙয়ের হলুদ আলো কেবলই বালুতীর আঁকে। রাত নেমে
নেমে নেমে আসার সময়ে আমার পোস্টাপিসে কড়া নেড়ে বলে গেছে
চিঠির ভিতরে জমানো মুক্তো, প্রেম,ঘৃনা বা বৈরাগ্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন