বুধবার, ৩ জুন, ২০০৯

ল্যাবে-

দুপুরে দুইটা পাখি ঘুমিয়ে পড়লেঃ


"এই পরীক্ষাটির সঠিক এবং নির্দিষ্ট ফলাফল পাওয়া যায়নি।", বলে
আমাদের শিক্ষক, যিনি একই সাথে আমাদের ল্যাব নিয়ে থাকেন
একটু স্মিত মুখে থেমে রইলেন।
তারপরে ল্যাবের টেবিলে সকলে তাঁকে ডাইসেক্ট করলাম
চিরে চিরে নিখুঁত পর্যবেক্ষণ শেষে আমরা "সিদ্ধান্ত" অনুচ্ছেদে
গুছিয়ে লিখলাম প্রাপ্ত মান, উপাত্ত, তথ্যাবলি, নিয়মানুগ উপাচার।
"উপসংহার" লিখতে গিয়ে অনেকেই ইতস্তত করছিল
মুহূর্তেই শিক্ষক, যিনি একই সাথে আমাদের ল্যাব নিয়ে থাকেন
উঠে বসে সজোরে ছিঁড়ে ফেলতে লাগলেন তাদের, যেভাবে
কাগজ কিংবা টিস্যুপেপার ছিঁড়ে আমরা ডাস্টবিনে ফেলে দেই।
তখনও তারমুখে দেখা যাচ্ছিল স্মিত রৌদ্রের মত পরীক্ষার উপকরণসমূহ | |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন