বিষুব থেকে একটু দূরে, ক্রান্তিরেখার ওপর, এই জনপদে
ক্রমাগত রোদ, আর্দ্র-গরমে আমাদের মনুষ্যহৃদয়
ধীরে ধীরে পাললিক হয়ে ওঠে, সে পলিতে আঁচড় কাটে খয়েরি বিড়াল।
দোকানের নাম, ফ্যাশন আই।
আইফ্যাশন বা ফ্যাশনআই, চোখের জন্যে দুনিয়া গোল লাগে আমাদের,
(আসলে তার চিড়ে চ্যাপ্টা রূপ এড়াতেই চোখের দোকানে চশমা
পাওয়া যায়) সেখানে কাচের দেয়ালে লেখা থাকে রঙিন কালিতে
আমরা রঙান্ধ হোমোস্যপিয়েন, দু'পেয়ে, শিরদাঁড়া সোজা এবং মস্তকে
কালো চুল রেখে হেঁটে যাই সামনে দিয়ে। কাচের দেয়ালে
সাঁটানো থাকে রঙিন পোস্টারঃ একটি গোলাপি নারী
নীল ট্যাঙ্কটপ গায়ে চোখে কালো চশমা এঁটে আমাদের দিকে
হাসিমুখে তাকিয়ে রয়েছে। বিষুবীয় জলবায়ু, পোস্টারের
দ্বিমাত্রিক নারীর শরীর থেকে শুষে নিতে থাকে মোমজ আদরঘ্রাণ
ফটোশ্যুটের আগে তার চেটে দেয়া গাল থেকে খুলে নেয়া হয়
শাদাটে হাড়, সৌন্দর্য-
এই ক্রান্তীয় অঞ্চলে। নীল ফিতের জামা ও গোলাপি ত্বক ফ্যাকাসে চাদর হলুদ
জণ্ডিস হয়ে ওঠার পরেও আমরা ঘাড় ঘুরিয়ে মেয়েটির বুক একবার চেটে যাই।
ক্রমাগত রোদ, আর্দ্র-গরমে আমাদের মনুষ্যহৃদয়
ধীরে ধীরে পাললিক হয়ে ওঠে, সে পলিতে আঁচড় কাটে খয়েরি বিড়াল।
দোকানের নাম, ফ্যাশন আই।
আইফ্যাশন বা ফ্যাশনআই, চোখের জন্যে দুনিয়া গোল লাগে আমাদের,
(আসলে তার চিড়ে চ্যাপ্টা রূপ এড়াতেই চোখের দোকানে চশমা
পাওয়া যায়) সেখানে কাচের দেয়ালে লেখা থাকে রঙিন কালিতে
আমরা রঙান্ধ হোমোস্যপিয়েন, দু'পেয়ে, শিরদাঁড়া সোজা এবং মস্তকে
কালো চুল রেখে হেঁটে যাই সামনে দিয়ে। কাচের দেয়ালে
সাঁটানো থাকে রঙিন পোস্টারঃ একটি গোলাপি নারী
নীল ট্যাঙ্কটপ গায়ে চোখে কালো চশমা এঁটে আমাদের দিকে
হাসিমুখে তাকিয়ে রয়েছে। বিষুবীয় জলবায়ু, পোস্টারের
দ্বিমাত্রিক নারীর শরীর থেকে শুষে নিতে থাকে মোমজ আদরঘ্রাণ
ফটোশ্যুটের আগে তার চেটে দেয়া গাল থেকে খুলে নেয়া হয়
শাদাটে হাড়, সৌন্দর্য-
এই ক্রান্তীয় অঞ্চলে। নীল ফিতের জামা ও গোলাপি ত্বক ফ্যাকাসে চাদর হলুদ
জণ্ডিস হয়ে ওঠার পরেও আমরা ঘাড় ঘুরিয়ে মেয়েটির বুক একবার চেটে যাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন