মঙ্গলবার, ৫ আগস্ট, ২০০৮

হিমায়ন ঘর থেকে সুপ্ত অক্ষরেরা

বরফায়িত অক্ষরেরা জেগে ওঠে হিমায়ন ঘরে
কুয়াশা বাতাসে তাদের শরীর প্রাকৃত-শীতল।
বহুদিন আঙুলে ছুঁইনি তাদের, কোষে কোষে মাখিনি আদর।
অক্ষরের ধারে কেটে যায়নি বাদামী-ত্বক
শিউরে ওঠেনি রোমকূপেরা।


অব্যবহৃত জড়তায় তাদের শরীরে বড় ক্লান্তি
শিশুসুলভ আমুদে স্থবিরতা,
খিলখিলে হেসে দেয় ই-কার!
শব্দেরা ফিরে আসে চিলেকোঠায়, হাতে হাত
ধরে তারা বসে পড়ে জাজিমে।


খানিক দূরে আমি বিস্ময়ে- প্রকাশিত চোখ
অক্ষরের সংলাপ দেখি ক্রমশ-
শব্দেরা জড়ো হয়, ঘন হয়, বিন্যস্ত বিপ্লব
আমি দস্তানা গলিয়ে তৈরি তীক্ষ্ণ টানটান,
শুরু হবে দ্বৈত মল্লার!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন