এপাশ-ওপাশ
দরজার এপাশে দাঁড়িয়ে
দেখি না কিছুই
দরজার ওপাশে যা-
জীবন প্রাত্যহিক
হয়ত জমে আছে
এপাশে হাতল ধরে আছি-
ওপাশ থেকে কেউ খুলে দিলে
ভার নেমে যায়।
---
ভাঙন-মূলক
অবিশ্রাম ঢেউয়ে ভাঙে
ধানের ক্ষেত,
হালট,
নারিকেল গাছ,
কুয়া,
বাঁশঝাড়,
বনেদী টিনের ঘর।
পৌরাণিক জমিন জুড়ে
থইথই কাদা-পানি
যেন ঘটোৎকচ উদ্বাহু প্রলয় ডেকেছে কুরুক্ষেত্রে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন