সোমবার, ২৫ আগস্ট, ২০০৮

ক্ষুদ্রাকৃতি প্রেম কিংবা...

রোজ নির্মাণ, রোজ চুরমার, রোজ প্রসব, রোজ বিয়োগ
স্বত্ব ছেড়ে বিক্ষত হবার পরেই জমছে গ্লানি-উপচানো-ঢেউ
পিঠের পিছনে ঢেউয়েরা ভেঙে পূর্বটান ফিরে যেতে থাকে বলে
নীলনীল বুদ্বুদ সাঁজোয়া-মিছিলে দাগবে অগ্ন্যুৎপাত, ফেটে যাবার আগেই
দরশোনতত্‌তো ফুঁলে ফেঁপে ছড়াবে মালীর হাত দিয়ে ফুলের
বাগান আর গোরস্থান মিলে-মিশে-যায়! ধূপের আলো থেকে সর্পিল-
সর্পিল রূপসী উঠে এলে, জেনে গেছি ভেবে আমি পিঠ ফিরেই থাকবো।


দ্বিরুক্তি খুব সহজেই বাঁকা হাসি মুছে দিবে বলে তুমি চেয়েই থাকো
বিষ উগরে বাদামি বিক্ষোভে জেনে যাও কতরঙ জমে আছে বুকের আঁধারে
চেয়ে থেকে কতো কথা বলা হয়ে যেতে পারে বা পারে না!
দোলাচল- শুধুই দোলাচল-
ফিরে যাওয়া ঝিনুক তো জানতো না সবুজ ঝাউবন কেন ভালোবেসেছিলো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন