রঙিন আলো- রঙিন আঁধার খেলা করে ধাতব কাউন্টারে
উপরে বসানো নিশ্চুপ গেলাশেরা গায়ে বাষ্পফোঁটা নিয়ে
গোলাপি-মসৃণ টিস্যুতে ফেলে জলছাপ, বিন্দু মহাদেশ!
যদিও আলোকিত হলজুড়ে থাকে অন্ধকার-গোলানো জ্যাজ
বাষ্পায়িত যৌবন খুব আলগোছে গায়ে ঢলে পড়লে
তিতিক্ষা-সকল সরে পড়ে নিষিদ্ধ-অঞ্চলে
স্তন-মেদ-বাহুসৌরভ বিস্তৃত হয় প্রতিপ্রভ আলোয়,
কালিমা-
কালিমা
জমে ওঠে গেলাশে দেবতা-স্তব!
পাশে নিশ্চল বসে থাকা টুলে ভার
ছেড়ে নতবৃদ্ধ-বালক বিভাজিত হয়,
ফ্লাশলাইটে ঝলসে দেয় লোম-চর্ম-সাটিন
ওষ্ঠে বিদ্রূপ মিলছে শুধু ছায়াশরীরে-
গলিত হতে হতে জ্যাজ হঠাৎ জমে ওঠে||
প্রতি রাতেই আসর ভেঙে দুয়েকটা পাঁড় হৈহুল্লোড়
দমকা ঝড় ক্ষিন্ন প্রলাপ অপচয়িত হোক-
তবু সেদিন নাভিমূলে দীর্ঘশ্বাস ফেলে জেগে ছিল সংকুচিত মেঘ।
উপরে বসানো নিশ্চুপ গেলাশেরা গায়ে বাষ্পফোঁটা নিয়ে
গোলাপি-মসৃণ টিস্যুতে ফেলে জলছাপ, বিন্দু মহাদেশ!
যদিও আলোকিত হলজুড়ে থাকে অন্ধকার-গোলানো জ্যাজ
বাষ্পায়িত যৌবন খুব আলগোছে গায়ে ঢলে পড়লে
তিতিক্ষা-সকল সরে পড়ে নিষিদ্ধ-অঞ্চলে
স্তন-মেদ-বাহুসৌরভ বিস্তৃত হয় প্রতিপ্রভ আলোয়,
কালিমা-
কালিমা
জমে ওঠে গেলাশে দেবতা-স্তব!
পাশে নিশ্চল বসে থাকা টুলে ভার
ছেড়ে নতবৃদ্ধ-বালক বিভাজিত হয়,
ফ্লাশলাইটে ঝলসে দেয় লোম-চর্ম-সাটিন
ওষ্ঠে বিদ্রূপ মিলছে শুধু ছায়াশরীরে-
গলিত হতে হতে জ্যাজ হঠাৎ জমে ওঠে||
প্রতি রাতেই আসর ভেঙে দুয়েকটা পাঁড় হৈহুল্লোড়
দমকা ঝড় ক্ষিন্ন প্রলাপ অপচয়িত হোক-
তবু সেদিন নাভিমূলে দীর্ঘশ্বাস ফেলে জেগে ছিল সংকুচিত মেঘ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন