বুধবার, ২৭ আগস্ট, ২০০৮

বিনীতা তোমাকে

প্রথাগত স্বরে বলিনি কিছু?
ফিরে আসার আগে তুমি যেখানে যেখানে
ফেলেছো পা, হেসেছো তুমুল
গাঢ় স্বরে ডেকেছো যাদের আমন্ত্রণে
আমি তাদের মাঝে ছিলাম না।
-শেষবেঞ্চে হেলান দিয়ে।


পৃথিবীতে দুপুরেরা দৌড়ে বিকেলের ঘরে ঢুকলে
নীল কাঁচের বাইরে শীতাতপ গায়ে নিয়ে
আমি ঝুম বর্ষায় হুড ফেলে হেঁটে গেছি
নীল-ক্ষত নীলক্ষেত, পরীনীড় পরীবাগ, সবুজ-জটলা গ্রীনরোড।
সিক্ত দালাল রিকশা গুলো ডেকেছে,
আয়.... আয়.... আয়....
ফুটপাতে জল জমে গেলে ছপছপে-
বস্তিবালক হেসে দিলো খিলখিল!


ঘাড় ফেরাতেই কলাপাতা সবুজ ঘ্রাণ
ডেকেছে ভেজাচুল- তোমার
আমি তথৈবচতায় মেতেছি একাই!


ফুটনোটে যাবার আগে কটা চোখ
অস্থির ভেসে থেকে, ডুবসাঁতারে
ত্বক-ভাঁজে উষ্ণতার সাথে মিশে
ধ্রুবমেঘের বিছানায় তুমি-আমি মিশে গেলে
বাইরে বৃষ্টিব্যাপী চাকুরের শাপশাপান্ত
আমাদের পুনঃপুনঃ আশীর্বাদ দিবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন