কালো আঁচড়ে আঁকা পথে, যে পথে বৃষ্টি হয়েছিল আজ সকাল
হেঁটে চলি আমরা ক'জন, সামনে ধূসর ক্ষয়িষ্ণু মেঘেরা
ঝঙ্কারে নেমে আসছে নীচের দিগন্তে, আলোমিশ্রিত আঁধার!
পেছনে তাকিয়ে কিছু চোখে পড়ে কি? রোদেরা নিয়েছে বিদায়
বহুদিন তাও আজ, অভিমান করে চলে গেছে তরুণী বিকেল।
আমরা তাকাই ডানে-বামে পরস্পর, দেখে সাহসী প্রান্তজন
পদক্ষেপে দৃঢ় সে, পানি ছিটকে আসে তার পদতল থেকে,
আমরা এগোই, ধীরে মন্থর, গতি সচলতা।
মূর্খেরাই অন্তরীণ শুধু এমন ঘোলাটে বিরূপ রাস্তায়,
টানেনি কেন তাদের স্বতস্ফূর্ত, প্রান্তজনের মগজে ঝিলিক প্রশ্ন
পেছনে পায়ের ছাপেরা ভরে ওঠে শেষ বর্ষার ঘোলাজলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন