প্রস্তরিত
রোদাক্রান্ত
রোদসিক্ত মাটিতে ধান জেগে উঠলে
তুমি খুব চিহ্নপ্রেমী হয়ে
খানিক বিলাসজাত, খানিক সমরজাত
হিংসা পুষে রাখো।
জাতিস্মরের স্মৃতিতে নেই
খরাশোক-
মুছে গেছে পিতামহের খুন;
তুষের গন্ধে জীবন পুষে রেখে।
তিরিশ আমনবর্ষ কেটে গেলে
বিলাবল সুর থেকে উৎসে ফিরে যায়
অপর পাশে বিবিক্ত তোমার
ত্বকে জমে কিছু জরাশোক।
কাদাঘোলা জল ছেনে রূপোর মাছ
বড় বিনম্র কুর্নিশে ছেড়ে গেছে
ভিটা-মাটি; সন্তাপ!
রহস্য ভালোবাসে গমরঙা যৌবন,
চান্নিপসরে ধান-শয্যায় মৃত্যু দিয়েছে ডাক!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন