শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

প্রসাধন

শেষমেশ ঘরে ফিরে আয়নায় দেখা যায়- পলেস্তারা 
খসে খসে জায়গায় জায়গায় ইট, কাঠ, সিমেন্টের বিবিধ 
কাঠামো বেরিয়ে গেছে। ত্বকের গভীরে লুকানো 
রিরংসা গ্লানিময় শৈবালের মতো ছেয়ে গেছে। কোথাও
দগদগ করছে অহমের ক্ষত, কোনো এক অতীত আঘাত- 
আয়নার পেছনের শেল্‌ফ খুলে দেখি, সাজানো ওষুধের
মাঝখানে আত্মরতির মলম, ডাক্তারের নিষেধ-সত্ত্বেও 
বিনা দ্বিধায় মেখে মেখে ঢেকে ফেলি মুখের মুখোশ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন