মাঝে মাঝে আমি হিসাব করি
প্রতিদিন কতোবার তোমার কথা মনে পড়ে
কতোবার থেমে যায় নিঃশ্বাস -
প্রশ্বাস মেপে মেপে দম নেই।
ছাড়ি।
হুট করে হৃৎপিণ্ড ধুকপুক ধুকপুক
সচেতন স্বচ্ছন্দ স্পন্দন
চলছে ঘড়ির মতো নিয়মে অনিয়মে
মাঝে মাঝে তবু থমকে যাই
সময় কতো গেল জানি না
আজ কতো তারিখ জানি না
এখন কয়টা বাজে জানি না
হাতে ঘড়ি নেই বহু দিন
এইসব বেহিসাব হিসাবে
আরো সময় চলে গেলো
তারপর মনে পড়ে তোমার কথা
মহাখালী পার হই
বনানী পার হই
কাফরুল পার হই
মাঠ মসজিদ রেল ক্রসিং ফ্লাই ওভার হাইওয়ে
সব দুমড়ে মুচড়ে হারানো ঘড়ির কাঁটা হয়ে
ঘোরে... ঘোরে... ঘোরে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন