শনিবার, ১১ মে, ২০১৯

শেয়ার

একে একে সবই তবে নিভৃতে যাপন করতে হবে। সব দুঃখ, সব হর্ষ, সব চিন্তা-দুশ্চিন্তা-উদ্বেগ চাপাতে চাপাতে একদম ভেতরে কুঠুরিতে ঠেলে দিতে হবে।

বাইরে এনো না কিছুই। এনেছো, কি মরেছো। কেউ বলবে আদিখ্যেতা, কেউ বলবে 'আহা খ্যাতা, আমি আছি তোর চেয়ে কষ্টে’, কেউ এসে হাহা দিবে, কেউ এসে ঝামা দিবে স্পষ্টে।

এর চেয়ে চেপে রাখো মনের দেয়ালে মাখো গাঢ় রঙ শোকের ও বিষাদের। সেসবের মূল্য কেবল তোমার কাছেই অমূল্য বিনিময় প্রথা আর চালু নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন