রবিবার, ২৩ জুন, ২০১৯

নোনা দিন

কোন কোন দিন শ্যাওলা ভরা পুকুরে পদ্মপাতার মতো, তার পাশে জমে থাকা ঘন কচুরিপানার ফাঁকে ফাঁকে কোন্‌ পুরনো গ্লানি ঘুরে বেড়ায় - তা কে জানে! ওপরে বিস্তীর্ণ আকাশে থমথম করে মেঘ, সবুজ ঘাসে ছাওয়া নরম কাদামাটিপাড় দিয়ে হাঁটে শাদা শাদা হাঁস, কমলা ঠোঁটে কৌতূহল আর কৌতুক তাদের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন