মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১১

অবচেতন

আর ওই ঘন সুদূরের ঘ্রাণ
দেখ মিশে গেছে ঘাসের শিরায়,
বিমর্ষ স্মৃতি
ঘ্রাণ খুলে নাও।
অমূল্য সুতোয় বেঁধে রাখো, রাখো যতনে,
গোপনে, রাখো নিদ্রা চিরন্তনে।
স্বপ্নের ভিতর যে বাড়ি, যে ঘর,
যেখানে মৃত্যু ও তাবত ক্লান্তি নেই,
সেখানে স্মৃতিগুলো অমল ধবল
সেখানে তুমি কখনো যাবে না।
তুমি ভেবে নিবে বিলুপ্ত কাল
কিংবা অতীত বিস্মৃতি
ভেবে নিবে তারা নেই - সেখানে বা অন্য কোন খানে
তোমার বিভ্রান্তির ফুল খুব অমলিন ফুটে থাকবে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন