বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১১

যা চলে, যা চলে না

আর সদ্য কর্ষিত জমি
ও রাজপথ একই রূপ,
এ কী অপরূপ!
ধুলো ওড়ে মিউ মিউ
মিউনিসিপ্যালিটি
অ্যাপলিটিক্যাল
প্যালপিটিশনে ভোগা
উড়ে উড়ে ছাতে বসে
তীক্ষ্ণ কাকের মতে
ধুলো অক্ষয়
এবং জানালাগুলো
আমরা জানি
জানালা ভাঙা যায়
বেশ অবলীলায়
তা, খুব ভাল কথা
ভেঙে দিলে কোন
ক্ষতি আছে কি?
ক্ষতি আপেক্ষিক,
কার হচ্ছে সেটা জানা জরুরি
আমার না হলে আর তোমার না হলে
ক্ষতির গুষ্টি মারি
তো, আমরা ধুলোয় ছিলাম
আর ওই সদ্যলাঙুলে জমি
সুশুষ্ক, অনাবিল...
আরো কিছু প্রপঞ্চ আনা হোক
রোল কলের খাতা কই
লাগবে না, ডাক দিন
মেঘ নাই, বাতাস নাই
রোদ এসেছে, সাথে গুমোট
খাতা সাথে আনে নি তারা
তিন চারটে ফালতু ফল
ওগুলো কামড়ে খাব,
খেতে বেশ রসালো
দাঁত বসাবো দাঁতের দাগে
শির শির করে
উঠবে শিরদাঁড়া
ভয় নাই বেশিক্ষণ না
উত্থান হবে স্বল্পায়ু
রোদ ও গুমোট আবার ঘুমাবে
দুয়েকটা বড়ি খেয়ে
আমি এসব ঠিক বুঝি না
কেন তোমার আমার মধ্যে
কিসু কিসু প্রপঞ্চ প্রবঞ্চকের মত
আনতেই হবে?
সজোর বৃষ্টির ফোঁটা
দুদ্দাড় ছুটে এল এলাকায়
রোদ পালাল
গুমরে গুমখুন গুমোট
এখন বাইরে তাকাও
আবার এদিকে, কেউ নেই
মুখ ফিরিয়ে দেখ
হ্যাঁ, আবার তাকাও
দেখো আমি নাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন