বৃহস্পতিবার, ২২ মে, ২০১৪

স্মারক

সে কোন ভোরে ভেঙেছে স্বপ্ন, অলীক বিভ্রম
হত-স্মৃতি কেন অপরূপ বিষাদ হয়ে
ফিরে ফিরে আসে? কুহকের মতো ডাকে!
'এই ক্ষণিক বাস্তবে স্বপ্নের স্থান নেই'
এ' সত্য কোন সিলেবাসে পড়ায় না কেউ।

অচকিত লাল ছোট্ট পাখি উড়ে গেলে
ওসব মৃত স্বপ্নের কথা মনে পড়ে-
যেন এক বিগত জন্ম, পরাহত দৃশ্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন