বৃহস্পতিবার, ২১ মে, ২০০৯

ঘ্যাচাং ফু

একটা কবিতা লেখার লিগা
তিনবার ড্রাফট, তিনবারই ঘ্যাচাং ফু
বইসা রইলাম দুই ঘন্টা চল্লিশ মিনিট
বিকাল ভাইঙ্গা রাত আইসা বিছনা নিলো


রাইতরে দেখি কাইত হইয়া আছে
জিগাই, কাছে আয়...
আসে না। খালি চায়্যা থাকে
আমি কাছে গেলেই আবারও ঘ্যাচাং ফু


অনেকক্ষণ বইসা রইলাম, ব্যাক্কল হইলাম
সারা রাইত চোক্ষের সামনে পার হইয়া
বড়োলোকের বাড়ি গেল গিয়া
ঐখানে তার লগে কি হইছে আমি কী জানি?


হের পরে হ্যারা ঘুমায় পড়লে
ফির‌্যা আইলো, দ্যাখলাম
ওগো লগে থাইকা ফর্শা হইছে খুব
চেহারা বদলায়্যা ভোর আইসা কয়
শুইতে দে, ঘুম পাইছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন