নগরীর তীরবর্তী একটি নদী ছিল এককালে,
তাকে ঘিরে গাড়ি-ঘোড়ার নৃত্য ঘন হয়ে আসে
নদী কষ্টে সরে যায় দূরে, দূরে অভিমানী অথবা
অরূপ বিষাদাচ্ছন্নতায়।
তাকে ঘিরে গাড়ি-ঘোড়ার নৃত্য ঘন হয়ে আসে
নদী কষ্টে সরে যায় দূরে, দূরে অভিমানী অথবা
অরূপ বিষাদাচ্ছন্নতায়।
একাকি নগর তারপর হুট করেই মানসিক বৈকল্যে পড়েঃ মেনোপজাল ক্রনিক ডিপ্রেসন
কলকারখানা ও রাজনৈতিক আবাসনে দেখা দেয় সংকটের ঘনঘটা, শেয়ার বাজারের ধ্বস ছাপিয়েও শোনা যায় শ্রবণযোগ্য আর্তনাদ, কবি ও কথাশিল্পীদের ভালো লাগে এই নতুন প্লটের বাঁধন, সীমানা চিহ্নিত হবার ফাঁকে, রাজউক যখন তাদের পারমিট দিচ্ছিলো, তখন তাদের মগজের কোষে সেই আর্তনাদ একটি সুরম্য প্লট হয়ে ওঠে।
প্লটের গায়ে দুটো মেহগনি লাগানো হয়,
মেহগনি অর্থ আনে,
অর্থবোধক হয়ে ওঠে মগজের প্লট
এবং নগরের প্রান্তে ম্যাজিক টাউন।
মেহগনি অর্থ আনে,
অর্থবোধক হয়ে ওঠে মগজের প্লট
এবং নগরের প্রান্তে ম্যাজিক টাউন।
লিপ্সার রঙে ডুব দিয়েছে ফার্মগেট ওভারব্রিজের দুটো উন্মূল ভিখারি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন