রবিবার, ১৩ জুলাই, ২০০৮

ভুলে যাওয়া জন্মদিন

গতকাল ভুলে গেছি বন্ধুর জন্মদিন।

খেপেছে খুব হয়ত সে,
রেগে মেগে ধুস্‌শালা বলে গাল পেড়েছে একচোট
দেখে নিব হতচ্ছাড়া ফোন দিলে,
ভেবে পায়তাঁরা কষেছে মনে মনে।

তারপর হয়ত ভেবেছে, মাথা ঠাণ্ডা হলে
এরকম কেন করল ও, নিশ্চয়ই শরীর খারাপ!
কিংবা ফেঁসে গেছে কোন কাজে, এরকম
ভেবে ভেবে অযথাই শঙ্কা করেছে একটু।

কিন্তু আমি ফোন দিইনি,
আচমকা চমকে কোন সারপ্রাইজ,
বা হুট করে কোন গিফট
পাঠিয়ে দিইনি ওর ঠিকানায়।

বেমালুম ভুলে বসেছিলাম আমার বন্ধুকে
আজ সকালে পড়ল মনে সব।
গতকালে ফিরে যাবার কোন
অতিপ্রাকৃত ব্যবস্থা দরকার খুব,
তাহলে ওকে বেশ চমকে দিতাম,
উইশ করে ধন্য করতাম, ওর জন্মের দিন
এবছর স্মরণীয় হয়ে থাকত ওর জীবনে,
খেতে যেতাম সবাই মিলে সৌখিন রেস্তোঁরায়
আড্ডা দিতাম অনেকক্ষণ, হা হা হেসে টেবিল চাপড়ে।

কিন্তু কিছুই করা হয়নি, আজ ক্ষমা চেয়ে ফোনও করিনি,
"বন্ধু, স্যরি, ভুল হয়ে গেছে, কালকে বেমালুম
ভুলে খেয়ে বসেছিলাম, হে হে,"
সলাজ হেসে বললে বোধহয় সব ভুলে যেত
আমার বন্ধু, বলত, "আরে! বাদ দে, দুপুরে চলে আয়,
বসে খানিক আড্ডা হবে'খন।"

ঐ ভয়েই কিনা জানি না, ফোন করিনি আর
নীরব নিশ্চুপ হয়ে বসে আছি, জগদ্দল পাথর।
বন্ধু বোধহয় মনে অনেক কষ্ট পেল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন