বুধবার, ৩০ জুলাই, ২০০৮

চিত্রকল্পের মৃত্যু


পূণ্যাত্মারা যতই বলেছেন, বুঝিয়েছেন
জেনে ফেলে তাবৎ রহস্য প্রকৃতি ও স্রষ্টার
আমি ততই ভ্রষ্টেছি, কাদাপাঁকে আটকে পা
বালখিল্য আবেগে উচ্ছ্বাসে মেতেছি।


অজানা কারণে বৃহৎ গ্রন্থে একটাও
শুদ্ধ মোহন চিত্রকল্প পাইনি, যেরকম সবাই পায়,
বোধিপ্রাপ্তেরা চিৎকার করে জানান দেয়
কী তীব্র পুলকে তারা শিহরিত হয় দিবারাত!


আমি পাশে ফুটপাতে বসে দেখে দেখে প্রশ্নাকুল
বালকের মনে কত বিনম্র জিজ্ঞাসা!
ক্রমশ ম্রিয়মান অনুসারীদের উল্লাসে সে
চিত্রকল্পেরা অক্ষতিকর উৎক্ষেপের ন্যায়।


তবুও স্বর জাগে না, সুর বাঁচে না,
শুধু পেলব দূরগামী মেঘের শকটে
প্রিজমের মত খোলসে মুড়ানো চিত্রকল্পেরা
ভেসে চলে বালকের অপার বিস্ময়ে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন