সোমবার, ২৯ জুন, ২০০৯

দ্বিচরণ


তোমাকে আমার ভাল লাগে
এই নির্দোষ বাক্যে কারো রাগ বা ক্ষোভ
হওয়ার কথা নয়, যদিও আমার সামনে বসে
তুমি ক্ষেপে ওঠো, ভীষণ সুন্দরভাবে
আমি দ্বিধায় পরিমাপ করি
রাগের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা, মাত্রাসমূহ
এবং পিথাগোরাস বা ইউক্লিড তুমুল বোকা বনে যায়।
হতাশ হয়ে আমি ফিরলাম কার্যকারণে
গ্যালিলিও বা অন্যান্য জ্ঞানীগণ
বেশ হিসেব নিকেশ নিকেশ করেই
বলে বসেন, “হুম। ক্যালকুলাস লাগবে
নিউটনকে ডাকা হউক।”
বিরক্ত আমি নিজেই খাতা বই টেনে
নিখুঁত ধারালো পেন্সিলে লিখি
আমার ভালোলাগা ও তোমার রেগে ওঠার মাঝের দূরত্ব।
কয়েক কিলোমিটার? সহস্র যোজন? দুই-চারটা আলোকবর্ষ!
মুদ্রার ওপর পিঠে অবলীলায়, তোমার ঠোঁটের কোণে
মুচকি হাসি ফুটে ওঠে
এই ভ্রান্ত-কলাবিদ্যা, এই দুরাচারী বিভ্রম
মুহূর্তেই ধরা দেয়, আহা, বিষমকোণ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন